নওগাঁ ডানা পার্ক ভ্রমণ গাইড। Naogaon Dana Park
ডানা পার্ক প্রায় ১০ বিঘা জায়গা জুড়ে ডানা পার্ক গড়ে তোলা হয়েছে নওগা জেলার ভবানীপুর গ্রামে। নির্মিত ডানা পার্কে আছে টয় ট্রেন, চরকি, মেরিগো হর্স , নাগরদোলা, স্লিপার, প্যাডেল বোড, দোলনা সহ বিভিন্ন আকর্ষনীয় রাইটড, জিবন্ত ঘোড়া, কটেজ, সুমিংপুল কমিউনিটি সেন্টার ,রেষ্টুরেন্ট এবং পিকনিক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সব বয়সী দর্শনার্থীদের উদ্দেশ্য। বাঘ, হরিণ, হাতি, ঘোরা, …