যোগীর ভবণ Jogir Bhobon
যোগীর ভবণ (Jogor Bhobon) গড়ে উঠেছে প্রায় ৮০ একর জায়গার উপর কয়েকটি প্রাচীর ধর্মীয় স্থাপনা সংগঠিত হয়ে বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে। যোগীর ভবণে পুরো এলাকা প্রাচীর বেষ্টিত এবং একটি দেওয়াল দিয়ে দুই ভাগে বিভক্ত, আনুমানিক ৮৮৪ খ্রিস্টাব্দে। একটি আশ্রম, ৪টি মন্দির, কানচ কূপ, একটি ইদারা, ধর্মটঙ্গি ও অগ্নিকুন্ড ঘর রয়েছে যোগীর ভবণের প্রাঙ্গণে। …